চট্টগ্রামের হাটহাজারীতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একই পরিবারের সাত জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৭ নভেম্বর) রেলা পৌনে বারোটার দিকে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতমা মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন চিনু রানী দাশ (৪৫)স্বামী সচিন্দ্র দাশ , শুভ দাশ( ২৭) পিতা সচিন্দ্র দাশ, রীতা রানী দাশ মায়া (৩৪), নারায়ন দাশ, শ্রাবন্তি দাশ (১৮) পিতা নারায়ন দাশ বর্ষা দাশ (৮) পিতা নারায়ন দাশ, ও দুই জমজ বোন যথাক্রমে দ্বীপ দাশ ও দিগন্ত দাশ (৪) পিতা নারায়ন দাশ সর্ব সাং সাতবাড়িয়া, উপজেলা চন্দনাইশ।নিহতদের প্রত্যকের বাড়ি দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ থানার মোহাম্মদপুরস্থ ধোপা পাড়ার মাস্টার বাড়িতে বলে জানা গেছে।
দূর্ঘটনায গুরুতর আহতরা হলেন, ওই পরিবারের সচিন্দ্র দাশের পুত্র বাপ্পা দাশ (৩১), এবং সিএনজি চালিত অটোরিকশা চালক ফটিকছড়ি উপজেলার বৈদ্যারহাট এলাকার নেপাল মজুমদারের পুত্র বিপ্লব মজুমদার (২৮)।
দূর্ঘটনার খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহম্মদ খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়,
চট্টগ্রামনগরমুখী পদক্ষেপ নামক একটি বাস (চট্টমেট্টো -ব-১১-১৮০৮) সিএনজি চালিত অটো রিক্সার সাথে( চট্টগ্রাম -থ- ১৩-০২১৮) মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। সিএনজি চালিত অটো রিক্সা করে উপজেলার সাতবাড়িয়া উপজেলার চন্দনাইশ থানার মোহাম্মদপুরস্থ ধোপা পাড়ার মাস্টার বাড়ি থেকে ফটিকছড়ি উপজেলার শাহ নগর গ্রামের মনমোহন কবিরাজ বাড়িতে তাদের আত্মীয় কনক লতা দাশের সাপ্তাহিক শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছিল। উপস্থিত লোকজন আহত বাপ্পা ও সিএনজি চালক বিপ্লব মজুমদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। দূর্ঘটনার কারনে দীর্ঘ তিন কিলোমিটার সড়কে তীব্র যানযট সৃষ্টি হয়।
পরে লাশ উদ্ধার করে মডেল থানায় নিয়ে আসলে সেখানে নিহতদের স্বজনরা ছুটে আসেন। এসময় দূর্ঘটনায় নিহত রিতা দাশের মা ছবি দাশের আহাজারীতে ওই এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post