Print Date & Time : 1 May 2025 Thursday 9:21 pm

হাটহাজারীতে হত্যা মামলার পলাতক আসামি আটক

মো.আলাউদ্দীনঃ হাটহাজারীর চাঞ্চল্যকর ইকবাল (২০) হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মানিক বড়ুয়া (২১) কে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। 

বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারী সদরের বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মানিক পৌরসভার পূর্ব চন্দ্রপুর, বড়ুয়া পাড়ার বাবুল বড়ুয়ার ছেলে।

জানা যায়, গত ৫ জুন রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৭ নং ওয়াডস্থ মাটিয়া মসজিদের পশ্চিমে চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সংলগ্ন চন্দ্রপুর গ্রামে চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের পাশে বসে ইকবাল তার বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় তাদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বন্ধু মানিক বড়ুয়ার তর্কাতর্কি হয়। তর্কাতর্কির রেশ ধরে আধঘণ্টা পর ইকবালকে বন্ধু মানিক ছুরিকাঘাত করেন। এতে ইকবাল গুরুতর আহত হন। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে নিহত ইকবালের পরিবার হাটহাজারী মডেল থানায় এ ঘটনায় হত্যা মামলা দায়ের করলে আসামি মানিককে আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাতে থাকে। পরে ঘটনার ২ মাস ১৩ দিন পর বুধবার গোপন সূত্রের ভিক্তিতে পুলিশ আসামি মানিক বড়ুয়াকে আটক করতে সক্ষম হয়। 

হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামি মানিক বড়ুয়াকে বিজ্ঞ আদালতের প্রেরণ করার পর সে ঘটনার সত্যতা স্বীকার করে সেচ্ছায় বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।

আর//দৈনিক দেশতথ্য//১৯ আগষ্ট-২০২২