Print Date & Time : 14 July 2025 Monday 6:00 pm

হাটহাজারীতে হুইল চেয়ার বিতরন

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারীতে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরন, প্রবীন ও শ্রেষ্ঠ সন্তান সন্মাননা প্রদান, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চত্বরে পিকেএসএফ এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি) কর্মসূচির আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি এস এম সরোয়াদ্দী।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
প্রধান বক্তা ছিলেন, ৪ নং গুমানমর্দ্দন ইউ পি চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। ঘাসফুলের গুমানমর্দ্দন ইউনিয়ন সমন্ময়কারী মোহাম্মদ রিদুয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুলতানুল আলম চৌধুরী, মাস্টার শফিউল আলম, মাস্টার মোহাম্মদ মূছা, বীরমুক্তিযোদ্ধা আমিনুর রহমান, ইউপি সদস্য নূরুল আবসার প্রমূখ।

অনুষ্ঠানে ১ শ ৩৫ প্রবীন, ৪৫ জন শিক্ষার্থী, ৩৩ জন যুব ও যুবনারী, ৫ জন শ্রেষ্ট প্রবীন, ৫ জন শ্রেষ্ঠ সন্তান ও ৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//