মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারী উপজেলার তিন ইউনিয়নে তিন বছরের বেশি সময় ধরে অনাবাদী থাকায় প্রায় ১০ একর জমিতে লাল নিশান ও সাইনবোর্ড লাগানো হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিকেলের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হানের নেতৃত্বে উপজেলার ফতেপুর, গুমানমর্দন ও ধলই ইউনিয়নসহ মোট তিন ইউনিয়নেএই লাল নিশান ও সাইনবোর্ড লাগানো হয়।
এছাড়া উপজেলার সকল ইউনিয়নে এ বিষয়ে মাইকিং ও লিফলেট বিতরণ এবং গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সূত্রে জানা গেছে, আবাদযোগ্য সকল জমি আবাদের আওতায় আনার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে লাল পতাকা চিহ্ন দিয়ে সতর্ক করা হচ্ছে এবং তিন বছরের বেশি অনাবাদী জমি খাসকরণ প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষিত হলে উক্ত অনাবাদী জমি খাসকরণ প্রক্রিয়ার আওতায় চলে আসবে।
উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম জানান, কোনো ব্যক্তি তার জমি কৃষি কাজে ব্যবহার না করে পতিত রাখলে উক্ত জমি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর ৯২ (১)(গ) ধারা মোতাবেক খাস করণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post