Print Date & Time : 4 July 2025 Friday 11:30 am

হাটহাজারীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে আটক

মো.আলাউদ্দীনঃ হাটহাজারীর ১নং দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকা থেকে  নার্গিস বেগম (৪০), ও তার ছেলে তারেককে (১৯) বিশ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-৭। 

সোমবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মো.নুরুল আবছার তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটক নার্গিস বেগম ওই এলাকার সন্দীপ কলোনীর মো.ইসমাইলের স্ত্রী এবং আটক তারেক তারই আপন সন্তান। 

জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন দক্ষিণ জঙ্গল পাহাড়তলী এলাকার একটি নির্মাণাধীন বসত ঘরের ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে রবিবার ২৮ আগষ্ট বিকালের দিকে  র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বর্ণিত বসত ঘরের সামনের কক্ষের ভিতরে বালুর নিচ হতে আসামীদের দেখানো ও নিজ হাতে বের করে দেয়া মতে পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় মোট ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারীভাবে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। পরে গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হাটহাজারী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

আর//দৈনিক দেশতথ্য//২৯ আগষ্ট-২০২২