মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারীতে তিনএতিম শিক্ষার্থীকে তিনটি বাইসাইকেল উপহার দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
বুধবার (১ মার্চ) দুপুরের দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলমের মাধ্যমে জাবেদ হোসেন মাসুম, নাজমুল আকতার সবুজ ও বোয়াল খাং লিরান বম নামের তিন শিক্ষার্থীর হাতে উপহারগুলো তুলে দেয়া হয়।
জানা গেছে, গত মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী উপজেলার ফরহাদাবাদস্থ সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় ওই পরিবারের ৩ জন কলেজ শিক্ষার্থী তাদের কলেজে আসা-যাওয়ার অসুবিধার কথা জেলা প্রশাসকের নিকট তুলে ধরলে তিনি তাদের ৩ জনকে ৩ টি সাইকেল কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের মাধ্যমে ওই প্রতিষ্ঠানে তাদের জন্য তিনটি সাইকেল উপহার হিসাবে পৌছানোর৷ পর সেগুলো তাদের হাতে তুলে দেয়া হয়।
বাইসাইকেল উপহার দেওয়ার সময় শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক সুব্রত চন্দ্র বিশ্বাস, সহকারী তত্ত্বাবধায়ক মো. মমিনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আহসানুল হক, সহকারী শিক্ষক মুহাম্মদ হারুনর রশিদ, মো.আরিফ হাসেন ও মো. কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম জানান, বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়ে এবং তারা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post