Print Date & Time : 22 April 2025 Tuesday 11:57 am

হাটহাজারীতে ৪ কোটি ১০ লাখ টাকার প্রকল্প উদ্বোধন

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারীতে ৪ কোটি ১০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন।

শনিবার (১৭ জুন) হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ
উপজেলার মেখল ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থানে এসব প্রকল্পের উদ্বোধন করা হয়।

মেখল ফজলুল কাদের চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি সেলিনা কাদের চৌধুরী।

উক্ত সভায় বক্তব্য রাখেন, স্হানীয় ইউ পি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন চৌধুরী, অধ্যক্ষ কাজি আলী আব্বাস। এসময় প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষকবুন্দ উপস্থিত ছিলেন।

সভায় সাংসদ বলেন ৮ নং মেখল ইউনিয়ন পরিষদের মেখল আদর্শ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয় ও জাফরাবাদ উচ্চ বিদ্যালয়সহ মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। পরে মেখল সারাং সড়কের ১কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজেরও ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি ।

এ সময় ইউ পি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ইউনুস গনি চৌধুরী, মঞ্জুরুল আলম চৌধুরী, সাংসদের সহকারী একান্ত সচিব ও উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য// এইচ//