Print Date & Time : 11 May 2025 Sunday 3:32 am

হাটহাজারীতে ৫ মাদক কারবারি আটক

হাটহাজারীতে পৃথক অভিযানে  ইয়াবা ও চোলাই মদসহ মোয়াজ্জেম হোসেন মিঠু(৪৮), মোঃ শাহাদাত হোসেন সুমন (৪৬), মোঃ কিবরিয়া (৩৮), মোঃ আব্দুল হালিম (৫০), মোঃ সবুজ(২২) নামের পাঁচ মাদক কারবারিকে আটক করেছে মডেল থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ১২ নং চিকনদন্ডি এবং ১৪ নং শিকারপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। 

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানার ওসি মো.রুহুল আমিন সবুজের দিক নির্দেশনায় এসআই শেখ মো.জাবেদ সঙ্গীয় ফোর্স নিযে অভিযান চালিয়ে মডেল থানাধীন ১২নং চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া গ্রামের সিকদার পাড়া ব্রীজ সংলগ্ন মিঠুর গরুর ফার্মের ভিতর থেকে বায়েজিদ থানাধীন বালুছড়ার ২ নং ওয়ার্ডস্থ টাইগার রোড়ের কালাম সওদাগর বাড়ীর হাজী আবুল কালামের পুত্র মোয়াজ্জেম হোসেন মিঠু, একই একাকার একে মঞ্জিলের মৃত খোরশেদ আলমের পুত্র  মোঃ শাহাদাত হোসেন সুমন, হাটহাজারী থানাধীন পূর্ব বালুছড়া কুলগাঁও এলাকার শফি মুন্সি বাড়ির মৃত জাকারিয়ার পুত্র মোঃ কিবরিয়া এবং বায়েজিদ থানাধীন কুলগাও বালুছড়ার ২ নং ওয়ার্ডের শফি মুন্সি বাড়ীর মৃত শেখ আহম্মদের পুত্র মো.আব্দুল হালিমকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬২ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয় করার নগদ ২,২৭০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার এসআই শেখ মোঃ জাবেদ

মিয়া বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

অপরদিকে একইদিন দিবাগত রাতে সাড়ে ১০ টার দিকে এসআই মো.আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মডেল থানাধীন ১৪ নংশিকারপুর ইউপিস্থ ০৯ নংওয়ার্ডে অনন্যা আবাসিকের ভিতর উত্তর পার্শ্বে ইটের রাস্তার উপর থেকে ভোলা জেলার লালমোহন থানার পাঙ্গাশিয়া গজারিয়ার ৫ নং ওয়ার্ডস্থ পশ্চিম চর উমেদের মৃত কালুর পুত্র মো. সবুজ কে ২০ লিটার চোলাই মদসহ আটক করে। আটকৃত আসামি সবুজ বর্তমানে চাঁদগাঁও থানার টেকবাজার মসজিদ এর পাশে মামুনের ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। পরে হাটহাজারী মডেল থানার এসআই মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে আটকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৬,২০২২//