মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ
হাটহাজারীতে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৮ ডাকাত ও এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে হাটহাজারী র্যাব (সিপিপি-২) ।
পরে আটককৃতদের কাছ থেকে ৪৪ ভরি স্বর্ণালংকার, কয়েন ও সোনা বিক্রির ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার(২২ নভেম্বর) দুপুর ১২ টার লেঃ কর্ণেল এম এ ইউসুফ, পিএসসি।
অধিনায়ক, র্যাব-৭, পতেঙ্গা আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এর আগে সোমবার ২১ নভেম্বর রাউজান ও হাটহাজারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ১। মুসা, ২। সাইদুল ইসলাম প্রকাশ সাইফুল ৩। খোরশেদুল আলম (২৮), ৪। সাজ্জাদ হোসেন (২৭), ৫। মোঃ বাপ্পি (২৬), ৬। সজল শীল (২৭), ৭। মোঃ ইদ্রিস প্রকাশ কাজল (৩৪)’দে, ৮। বিপ্লব চন্দ্র সাহা(৩৮)।
জানা গেছে, রাউজান উপজেলার সুলতান পাড়ার হাজী মোহাম্মদ আলী চৌধুরী বাড়ীর মো.আলী চৌধুরীর পুত্র প্রবাসী মো.সরোয়ার আলম গত ২৭ অক্টোবর ২০২২খ্রিঃ তারিখ দুবাই হতে বাংলাদেশে আসার পর গত ২৮ অক্টোবর দিবাগত রাতে তার বৃদ্ধ বাবাকে বাসায় রেখে মামাতো বোনের বিয়েতে যান। ওইদিন গভীর রাতে একদল ডাকাত প্রবাসী সরোয়ার চৌধুরীর পাকা ঘরের পিছনে লোহার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তার বৃদ্ধ বাবা কে কম্বল দিয়ে চেপে ধরে চোখ মুখ ও হাত পা বেধে গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে জিম্মি করে আলমারির চাবি নিয়ে নেয়। ডাকাত দলের মধ্যে মোঃ মুসা ভিকটিমের বাবার গলায় চাকু ধরে রাখে এবং চিৎকার করলে জবাই করে ফেলবে বলে হুমকি প্রদান করে।
এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা আলমারীতে রক্ষিত অবস্থায় থাকা ভিকটিমের স্ত্রী, মা, বোনের স্বর্ণালংকার এবং অপরাপর আত্বীয় স্বজনের আমানত স্বরুপ রাখা স্বর্ণালংকারসহ সর্বমোট ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে। এছাড়াও ডাকাত দল ভিকটিমের মামাতো বোনের বিবাহের জন্য ঘরে রাখা নগদ ৫ লক্ষ টাকা, উন্নতমানের ০৫ মোবাইল এবং ০১টি ট্যাব লুট করে।
পরবর্তীতে গত ৯ নভেম্বর তারিখ ভুক্তভোগী ভিকটিম মোহাম্মদ সরোয়ার চৌধুরী বাদী হয়ে উক্ত ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে চট্টগ্রাম জেলার রাউজান থানায় একটি ডাকাতি মামলা দয়ের করে যার মামলা নং-৭৭/০৯ নভেম্বর ২০২২খ্রিঃ, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড ১৮৬০।
দৈনিক দেশতথ্য//এসএইচ//