হাটহাজারী প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে হাটহাজারীতে বাজার মনিটরিং এবং যানজট নিরসনে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় বিভিন্ন অপরাধে ৮টি মামলায় আট ব্যক্তিকে মোট সাড়ে চৌদ্দ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সূত্রে জানা যায়, বাজার মনিটরিং অভিযানে উপজেলার সরকারহাট বাজার ও পৌরসভার কাচারি সড়ক, এবং যানজট নিরসনে পৌরসদরের বাস স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে সরকারহাট বাজারে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়সহ একাধিক অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় আটটি মামলায় আটজন কে সর্বমোট সাড়ে চৌদ্দ হাজার টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে তাৎক্ষণিক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় হাটহাজারী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং হাটহাজারী মডেল থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Discussion about this post