মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারীর প্রবাস ফেরত মহিবুল্লাহ (৩৬) প্রকাশ ডিউকের লাশ উদ্ধারের পর তার বড় ভাই সাজ্জাদ বলেন, আমার ভাই আত্নহত্যা করতে পারেনা, সে খুব ধার্মিক ছিলো,সামাজিক কর্মকান্ডে সবার আগে থাকতো। তাকে হত্যা করে স্ত্রী আত্নহত্যা নাটক সাজিয়েছে।
অপরদিকে, নিহত ডিউকের স্ত্রীর ভাই মামুন বলেন, ডিউক ভাই খুব ভালো মনের মানুষ ছিলো। হঠাৎ করে এমন কাজ কেনো করলো আমাদেরও মাথায় আসছেনা। তবে এনজিও থেকে নেয়া ঋণের টাকার একটা চাপ ছিলো। মনে হচ্ছে সে কারনেই স্ত্রীর সাথে ঝগড়াবিবাদ করে উত্তেজিত হয়ে রাগের মাথায় আত্নহত্যা করে থাকতে পারে। তবে এ মৃত্যু নিয়ে নিহতের স্বজনদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে ।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১ নং ওয়াডস্থ কামদর আলী হাটের মালেক মাস্টার বাড়ীর ডা. মৃত আবদুল ওহাবের পুত্র প্রবাস ফেরত দুই সন্তানের জনক মহিবুল্লাহ স্ত্রী সন্তান নিয়ে উল্লেখিত ভবনের ৪র্থ তলায় ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার দিন রাতে মুহিবুল্লাহ বাসায় এসে স্ত্রীর সাথে কলহে জড়িয়ে তার দুই সন্তানকে মারধর করে পরে বাসার একটি রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ তার কোনো সাড়া শব্দ না দেখে স্ত্রী রুমের দরজা খোলার চেস্টা করে ব্যর্থ হলে তাদের আত্ন চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে রুমের দরজা ভেঙে ভেতরে দেখতে পায় সিলিং ফ্যানের সাথে মুহিবুল্লাহ ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরে তারা জরুরী সেবা ৯৯৯ নাইনে কল দিয়ে নিকটস্থ থানার সাথে যুক্ত হয়ে ঘটনা জানায়৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আশে পাশের লোকজন জানায়, ডিউক ক্রীড়ামোদী একজন ব্যক্তি ছিলো। প্রবাস থেকে দেশে ফিরে সে ব্যবসায় জড়িয়ে পড়ে আর তাতে তার ঋণের বোঝাও ভারী হয়ে উঠে। পরে চাকরিও করে। ঋণের টাকার চাপ সইতে না পেরে সে আত্নহত্যা করে থাকতে পারে বলেও জানান বাসার আশে পাশের অনেকেই।
বিষয়টির তদন্ত ভার পাওয়া মডেল থানার উপপরিদর্শক সিদ্দিকুর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে বৃহস্পতিবার বিকালের দিকে তিনি জানান, লাশের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, সোমবার ২৯ জানুয়ারী দিবাগত রাত ১১ টার দিকে পৌরসভার এগারো মাইলের লায়লা ভবনের ৪র্থ তলার একটি বাসা থেকে ওমান ফেরত প্রবাসী ডিউকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
দৈনিক দেশতথ্য//এইচ//