Print Date & Time : 22 August 2025 Friday 7:45 am

হাটহাজারীর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের ইন্তেকাল

হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭৫) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

রবিবার (৩০ জানুয়ারী) সকাল ৫টা ৪৫ মিনিটের দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার ছিপাতলী ইউনিয়নের বাসিন্দা। মৃত্যু কালে স্ত্রী, ৪ ছেলে ২ মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, স্থানীয় এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, হাটহাজারী উপজেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং হাটহাজারী নিউজ এর চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, হাটহাজারী অনলাইন প্রেসক্লাব ও হাটহাজারী নিউজ পরিবার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা ও সব্যসাচী লেখক অধ্যাপক মির্জা মোঃ শহীদুল্লাহ্, দৈনিক প্রিয় চট্টগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক মির্জা শাওন ইমতিয়াজ সহ আরও অনেকে। 

একইদিন রবিবার বাদে আসর নিজ গ্রাম ছিপাতলীর লুদী তালুকদার মসজিদ মাঠ প্রাঙ্গণে (ছিপাতলী বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের মাঠে) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার জানানোর পর জানাজা নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।