মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ
এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ ঘেরা ও ভাসা জাল, তিনটি বরশি ও দুটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার(১০ নভেম্বর)ভোর ৬ টা থেকে সকাল প্রায় সাড়ে দশটা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো.শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে ভ্রাম্যমান আদালত হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে ধলই ইউনিয়নের হালদা ব্রিজ এলাকা পর্যন্ত নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার অবৈধ ঘেরা ও ভাসা জাল, তিনটি বরশি ও দুটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেন।আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী, গ্রামপুলিশ ও স্বেচ্ছাসেবীগণ অভিযান পরিচালনার সময় সার্বিকভাবে সহযোগিতা করেন।
অভিযান সম্পর্কে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম জানান,
হালদা নদীতে মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসক, মো.মমিনুর রহমানের দিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের কঠোর তদারকি অব্যাহত থাকবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//