Print Date & Time : 11 May 2025 Sunday 8:27 am

হাটহাজারী ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোণ

মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম): চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো..শাহিদুল আলমের মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২০ এপ্রিল) বেলা ১২ টা বিশ মিনিটের দিকে উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি সতর্ক বার্তা প্রচার করেছেন। বার্তাটি নিম্নরূপ – “উপজেলা নির্বাহী অফিসারের নামে ফোন কিংবা বিকাশ কিংবা অন্য কোন মাধ্যমে কেউ অর্থ দাবি করলে তাকে ধরার চেষ্টা করুন। সবাইকে এ বিষয়ে সচেতন থাকারও অনুরোধ করা হলো।”

তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত ইউএনও’র নাম্বার ক্লোন করা প্রতারক চক্রটি কারো কাছে ইউএনওর নামে কল দিয়ে নিজেকে ইউএনও দাবি করে কোনো ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছে টাকা চেয়েছে এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.শাহিদুল আলম বলেন, যেহেতু নাম্বারটি ক্লোন করা হয়েছে তাই ইউএনও পরিচয়ে কারও কথায় প্ররোচিত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার এবং সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করছি।

দৈনিক দেশতথ্য//এল//