মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম)।।চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরের ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম এ বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। এ-সংক্রান্ত গঠিত বাছাই কমিটি সম্প্রতি এ তথ্য জানায়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নির্বাচনের জন্য গঠিত কমিটির সদস্যসচিব সাইদা আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
২০২০ সালে প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহীম ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পরে বিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে পরিবর্তন সাধনের পাশাপাশি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড, জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি।
আর//দৈনিক দেশতথ্য//২০ সেপ্টেম্বর-২০২২