মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
আসন্ন হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়ায় প্রথম দিকে জাতীয় পার্টির একজন এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে ১২ জনসহ মোট ১৩ জন প্রার্থীর নাম শোনা গেলেও পরে তা বেড়ে শুক্রবার পর্যন্ত ১৭ জনে দাঁড়িয়েছে। প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী আমেজ না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া ফের জমিয়ে তুলেছে ভোটের আলোচনা। উপজেলা পরিষদ নির্বাচনে এবার দলীয় প্রতীক না থাকায় প্রতিদ্বন্ধীর সংখ্যা বেশি হবে, অনেকেই প্রতিদ্বন্দ্বীতা এখনও প্রকাশ করেননি বলে গুঞ্জন রয়েছে রাজনৈতিক মহলে। দলীয় মার্কা নৌকা থাকবেনা জেনে পিছু হটতে পারেন আওয়ামী লীগের কেউকেউ।
ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা সামাজিক নানা অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনে নিজেদের প্রার্থী হওয়ার বিষয়ে জনমত যাচাই করছেন। নিজেদের অনুসারী দলীয় লোকজনের সাথে আলাপ আলোচনা করছেন। সার্বক্ষণিক জনগণের পাশে থাকবে এমন প্রার্থী বেছে নিতে চাইছেন হাটহাজারীর ভোটাররা।
জানা গেছে, হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম এবারও নির্বাচনে প্রার্থী হবেন। প্রার্থী হচ্ছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাবেক বোর্ড সদস্য শিক্ষানুরাগী ইউনুস গনি চৌধুরী। জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শিক্ষানুরাগী, পরিবহন মালিক সমিতির নেতা মঞ্জুরুল আলম চৌধুরী। উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য শিক্ষানুরাগী জসিম উদ্দিন। উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষানুরাগী নূর খান। উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, কেন্দ্রীয় যুব লীগের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক শহীদ মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ সেলিম উদ্দীন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি, সমাজ কর্মী ও সংগঠক, জাতীয় সমাজ সেবা পদক প্রাপ্ত এস এম মোরশেদ হোসাইন।
হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্বনামখ্যাত রাজনৈতিক সংগঠক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন চৌধুরী নোমান। উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি প্রশাসনিক ট্রাইবুনাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের পি পি, ১১ নং ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ছাত্রনেতা শিক্ষানুরাগী এডভোকেট মোহাম্মদ শামীম। উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহ- সভাপতি মো.শাহিদুল আলম। ২ নং ধলই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুর। ২নং ধলই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মোঃ আলমগীর জামান সি আই পি। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলমগীর। হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ গোলাম মোস্তফা। চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আনিসুল ইসলাম চৌধুরী। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল চট্টগ্রাম মহানগরের সিনিয়র নেতা মো. আখতারুল আলম চৌধুরী (নিলীম)।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post