হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান,ভাইস-চেয়ারম্যান (পুরুষ মহিলা) প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার রাকিব হাসান সভাপতিত্বে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম রাশেদুল আলম প্রতীক পেয়েছেন মোটরসাইকেল , উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান পেয়েছেন ঘোড়া প্রতীক এবং উত্তর জেলা আ.লীগের সাবেক যুগ্ন সম্পাদক ইউনুচ গণি চৌধুরী পেয়েছেন আনারস প্রতীক।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম এ খালেদ চৌধুরী বৈদ্যুতিক বাল্ব, মো.আশরাফ উদ্দীন জীবন টিউবওয়েল , অশোক কুমার নাথ তালা এবং নুরুল আবছার প্রতীক পেয়েছেন চশমা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রাথীদের মধ্যে মুক্তার বেগম কলস, বিবি ফাতেমা শিল্পী প্রজাপতি, মোছা.শারমীন আক্তার ফুটবল এবং সাজেদা বেগম পেয়েছেন ফুটবল প্রতীক।
এসময় রিটার্নিং কর্মকর্তা বলেন, প্রতিটা উপজেলায় নির্বাচনকে অবাধ, সুস্থ ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর। আমাদের নিবার্চনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ সময় তিনি প্রার্থীদের নিবার্চনী প্রচার-প্রচারণায় নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ করেন।
আগামী ২১ মে হাটহাজারী উপজেলার ১৮৬৬৪৩ জন পুরুষ এবং ১৭০৮০৫ জন মহিলাসহ মোট ৩৫৭৪৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনেই ভোট হয়েছিল। ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচন ছয়টি ধাপে ও ২০১৯ সালে পাঁচ ধাপে উপজেলা পরিষদের পঞ্চম ভোট হয়। প্রথম চারটি উপজেলা নির্বাচন নির্দলীয়ভাবে হলেও আইন সংশোধন হওয়ায় ২০১৭ সালের মার্চে মেয়াদোত্তীর্ণ তিনটি উপজেলায় দলীয় প্রতীকে নির্বাচন হয়েছিল। পরে ২০১৯ সালে দলীয় প্রতীকে পূর্ণাঙ্গ নির্বাচন হয়। বর্তমানে দেশে উপজেলা রয়েছে ৪৯৫টি। চার ধাপে নির্বাচন উপযোগী ৪৮৫টিতে ভোট হবে, পরে মেয়াদোত্তীর্ণ হলে বাকিগুলোয় ভোট হবে বলে সূত্রে জানা গেছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post