মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ হাটহাজারীতে মাহমুদ উল্লাহ(২৯)নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ ওয়াহেদ আলী তালুকদার বাড়ির মূত শফির পুত্র রাজমিস্ত্রীর হেলপার দুই সন্তানের জনক মাহমুদ উল্লাহ কে গত রবিবার বাড়ি থেকে আরমান নামে এক ব্যক্তি ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে নিখোজের দুই দিন পর বুধবার সকালের দিকে উল্লেখিত স্থানে নিখোঁজ মাহমুদের লাশ পাওয়া যায়। নিহতের পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। খবর পেয়েই হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহাদাৎ হোসেন, এবং মডেল থানার ওসি মো.রুহুল আমিন সবুজ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post