Print Date & Time : 22 August 2025 Friday 9:27 am

হাটহাজারী পৌর যুবদলের সদস্য সচিব বহিষ্কার

হাটহাজারীর ঐতিহ্যবাহী সামাজিক  সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতির ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. হেলাল উদ্দিনকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। 

জানা যায়, ১৯৬৮ সালে সরকারি রেজিস্ট্রেশনভুক্ত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতির কার্যকরী সংসদের হোয়াটস অ্যাপ গ্রুপে ভয়েসের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদককে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি প্রদানের অভিযোগে মো. হেলাল উদ্দিনকে লিখিতভাবে একটি নোটিশের মাধ্যমে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত হেলাল উদ্দিন গত ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর উপজেলার সরকারহাটে মন্দিরে হামলা ও ভাঙচুর মামলায় এজাহারভুক্ত আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ফৌজদারি অপরাধে অসংখ্য মামলা রয়েছে। 

অভিযুক্ত হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, “কোনো ধরনের অভিযোগ ছাড়াই আমাকে জাগৃতি থেকে বহিষ্কার করা হয়েছে। তাই আমি তাদের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছি।”

অপরদিকে জাগৃতির সভাপতি মোহাম্মদ লোকমান চৌধুরী বলেন, জাগৃতির সংবিধানের ধারা দশ (ঘ) ও দশ (চ), ধারা ১৩ (ক এর ৮) এবং ধারা ১৭(খ) মোতাবেক কার্যকরী সংসদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্রীড়া ও প্রমোদ সম্পাদক, পৌরসভা যুবদলের সদস্য সচিব মো.হেলাল উদ্দিনকে জাগৃতির সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি গত কয়েকদিন পূর্বে ঐতিহ্যবাহী সংগঠন জাগৃতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি ‘সংবাদ সম্মেলন’ করেন। জাগৃতির কার্যকরী সংসদ এর তীব্র নিন্দা জানায় এবং সাংগঠনিক সভায় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৩,২০২২//