Print Date & Time : 8 August 2025 Friday 5:55 am

হাটহাজারী প্রেস ক্লাব’র সাবেক কর্মকর্তা নাজমুল সংবর্ধিত

হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারী প্রেস ক্লাব’র পক্ষ থেকে সংগঠনের সাবেক কর্মকর্তা বর্তমানে আমেরিকা প্রবাসী সাংবাদিক নাজমুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা সদরস্থ হাটহাজারী প্রেস ক্লাব’র স্থায়ী কার্যালয়ে রবিবার রাতে সংগঠনের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, সহ- সভা পতি মো.হোসেন, সাধারণ সম্পাদক এইস এম মনসুর আলী, যুগ্ন সম্পাদক খোরশেদ আলম শিমুল, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, অর্থ সম্পাদক আজিজুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দীন।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি নাজমুল ইসলামকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।