মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারী প্রেস ক্লাবের নব নির্মিত স্থায়ী কার্যালয়ের উদ্বোধন, প্রেস ক্লাব প্রতিষ্ঠার ৪৩তম বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল আজ সোমবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
উপজেলা পরিষদ মার্কেটের ২য় তলায় স্থাপিত কার্যালয়ের উদ্বোধন করবেন সাবেক মন্ত্রী, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
এতে উপস্থিত থাকবেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, ইউ এন ও মোঃ শাহিদুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগন, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলী অনুরোধ জানিয়েছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post