Print Date & Time : 10 May 2025 Saturday 11:40 pm

হাটহাজারী প্রেস ক্লাবের সভা অনুষ্ঠিত

মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারী প্রেস ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে হাটহাজারী পৌরসভা সদরে প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন দৈনিক আজাদীর প্রতিনিধি ও হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া।

দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি দৈনিক আমাদের নতুন সময়ের মোহাম্মদ হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক যুগান্তর ও পূর্বদেশের মো. আবু তালেব, নির্বাহী সদস্য ও দৈনিক মানবকন্ঠ ও পূর্বকোণের খোরশেদ আলম শিমুল, দৈনিক আমাদের সময়ের আজিজুল ইসলাম, সদস্য পাক্ষিক উত্তর চট্টলার সম্পাদক দিদারুল আলম দুলাল, একুশে পত্রিকা ও দৈনিক আমাদের অর্থনীতির মো.আলাউদ্দিন ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশের একেএম নাজিম প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এল//