Print Date & Time : 7 July 2025 Monday 8:32 pm

হাটহাজারী বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত

হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারীতে বিদ্যুৎ স্পৃষ্টে পিও শীল (৩৫) নামে এক গৃহবধূ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত দশটার উপজেলার ধলই ইউনিয়নের ৮ নং ওয়াডস্থ এনায়েতপুরের শীল পাড়ায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, সোমবার রাতে নব নির্মিত ঘরের জানালা বন্ধ করতে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় দুই সন্তানের জননী পিও শীল । সে ওই এলাকার জিশু শীলের স্ত্রী।

নিহতের নিকট আত্নীয় মির্জাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রুপেন শীল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান মঙ্গলবার বেলা তিনটার দিকে জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি বিস্তারিত খবর নিয়ে দেখছি।