মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী ব্যবসায়ী কল্যাণ সমিতি ৩০ বছর পুর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।রোববার (২৯ জানুয়ারী) পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, এ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো খতমে কুরআন, দোয়া মাহফিল ও রাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।প্রতিবছরই হাটহাজারী ব্যবসায়ী কল্যাণ সমিতি তাদের বর্ষপুর্তিতে বড় আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও তাদের ৩০ তম বছর পুর্তিতে সমিতির সকল সদস্য ও তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিসহ দেড় হাজারের অধিক মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয়।
মেজবানির পূর্বে সমিতির প্রয়াত সকল সদস্যদের স্মরণে অনুষ্ঠিত খতমে কুরআন ও দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন ফকির মসজিদের খতিব মাওলানা একরাম।
দৈনিক দেশতথ্য//এইচ//