Print Date & Time : 2 May 2025 Friday 6:09 pm

হাটহাজারী ব্যবসায়ী কল্যাণ সমিতির ৩০ বছর পুর্তি!

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী ব্যবসায়ী কল্যাণ সমিতি ৩০ বছর পুর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।রোববার (২৯ জানুয়ারী) পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়, এ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিলো খতমে কুরআন, দোয়া মাহফিল ও রাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান।প্রতিবছরই হাটহাজারী ব্যবসায়ী কল্যাণ সমিতি তাদের বর্ষপুর্তিতে বড় আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এবারও তাদের ৩০ তম বছর পুর্তিতে সমিতির সকল সদস্য ও তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিসহ দেড় হাজারের অধিক মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয়।

মেজবানির পূর্বে সমিতির প্রয়াত সকল সদস্যদের স্মরণে অনুষ্ঠিত খতমে কুরআন ও দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন ফকির মসজিদের খতিব মাওলানা একরাম।

দৈনিক দেশতথ্য//এইচ//