মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম প্রকাশ হাটহাজারী বড় মাদ্রাসার মহা-পরিচালক নিযুক্ত হয়েছেন আল্লামা মুফতি খলিলুর রহমান কাসেমী।
গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার ইন্তেকালের পর শনিবার মাদ্রাসা কার্যালয়ে আয়োজিত বৈঠকেে সুরা কমিটির সদস্যদের উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা হাবিবুল্লাহ কুরাইশির (রহঃ) নাতি হযরত আল্লামা মুফতি খলিল কাসেমী কে মাদ্রাসার ৮ম মহা পরিচালক নিযুক্ত করা হয়।
তাছাড়া মাদ্রাসার প্রতিষ্টাতা প্রধান পৃষ্টপোষক আল্লামা জমিরুদ্দীন (রহ:) এর নাতি মাদ্রাসার শায়খে ছানী মাওলানা শোয়াইব জমিরি কে সহকারী পরিচালক নিযুক্ত করা হয়েছে। মাদ্রাসার অন্যতম মোহাদ্দিস ও মুফতি জসিম উদ্দিন কে সহযোগী মোহতামিম নিযুক্ত করা হয়েছে।
সুরা কমিটির সাথে সংশ্লিষ্ট জাকারিয়া নোমান ফয়েজি এবং হাটহাজারী মাদ্রাসার মুখপাত্র মনির আহমদ মহাপরিচালক নিযুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
হাটহাজারী বড় মাদ্রাসা প্রতিষ্ঠার পর ১ম মুহতামীম: মাওলানা হাবিবুল্লাহ কোরাইশী( রহ.) ৩৫ বছর বয়সে মাদ্রাসার পরিচালনার দায়িত্ব পেয়ে মৃত্যুর আগ পর্যন্ত ৪২ বছর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।
২য় মুহতামীম: মাওলানা আব্দুল ওয়াহাব (রহ.) ৪৩ বছর বয়সে হাটহাজারী মাদ্রাসার দায়িত্ব পেয়ে ৩৯ বছর পরিচালনা করেন।
৩য় মুহতামীম: মাওলানা হাফেজ হামেদ সাহেব (রহ.) বয়সের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ৫ বছর পরিচালনা করেন।
৪র্থ মুহতামীম: মাওলানা হাজী ইউনুস সাহেব রহ. বিশেষ প্রয়োজনে ১৯৮৭ সালে কয়েক মাস পরিচালনা করেন।
৫ম মুহতামীম: শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি( রহ.) ৫৬ বছর বয়সে দায়িত্ব পেয়ে ৩৩ বছর মাদ্রাসা পরিচালনা করেন।
৬ষ্ঠ মুহতামীম: মুফতীয়ে আযম আল্লমা মুফতী আব্দুস সালাম সাহেব( রহ.) কে ৭৭ বছর বয়সে মুহতামীম ঘোষণার পর দায়িত্ব বুঝে পাওয়ার পূর্বেই তিনি ইনতেকাল করেন।
৭ম মুহতামীম: মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া সাহেব (রহ). ৭৫ বছর বয়সে দায়িত্ব পেয়ে ১ বছর ৮ মাস ২৪ দিন পরিচালনা করেন।
হাটহাজারী মাদ্রাসার সুদীর্ঘ ১২২ বছর বয়সে ৭ জন মুহতামীমের যে তিন জন অল্প বয়সে দায়িত্ব পেয়েছেন তাদের তিন জন দীর্ঘ সময় পেয়ে জামেয়া কে পরিকল্পনার ছাঁচে ঢেলে অনন্য উচ্চতায় পৌছিয়েছেন।
তাদের তিনজন কে জামেয়া হাটহাজারীর স্থপতিও বলা যায়। ১ম স্থপতি, আল্লামা হাবিবুল্লাহ কোরাইশী (রহ.)। ২য় স্থপতি, আল্লামা আব্দুল ওয়াহাব (রহ.)। ৩য় স্থপতি, আল্লামা শাহ আহমদ শফি (রহ.)।
দৈনিক দেশতথ্য//এইচ//