মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার নবনির্বাচিত মহাপরিচালক মুফতি খলীল আহমদ কাসেমী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (০৪) বিকাল তিনটার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদ্রাসার শিক্ষক নায়েবে মোহতামিম মাওলানা শোয়াইব জমীরীর ছেলে হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা বশিরুল করিম।
তিনি জানান, রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সকাল ১১টা ২০ মিনিটে মাদ্রাসায় নবনিযুক্ত মহাপরিচালক মুফতি খলীল আহমদ কাসেমী শিক্ষকদের সঙ্গে মিটিং করেন। এরপর থেকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় তাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহয়া ইন্তেকাল করায় একইদিন শূরা কমিটির জরুরি বৈঠকে মুফতি খলীল আহমদ কাসেমীকে মাদ্রাসার মহাপরিচালক নির্বাচিত করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post