Print Date & Time : 7 July 2025 Monday 2:02 pm

হাতিবান্ধায় অবিস্ফোরিত মর্টার সেল উদ্ধার

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:

জেলার  হাতিবান্ধা উপজেলায় বড়খাতা ইউনিয়নের বড়খাতা বালিকা বিদ্যালয়ের পাশে মুন্সিপাড়া গ্রামে মাটি খননের সময় বুধবার সন্ধ্যায় শ্রমিকরা ১টি  অবিস্ফোরিত পরিত্যক্ত  মর্টার শেল পেয়েছে। পরে শ্রমিকরা  থানায় খবর দেয়। মর্টার শেলটি দেখতে লোকজন ঘটনাস্থলে ভীড়  করতে ছিল। পুলিশ এসে লোকজনদের সরিয়ে দিয়ে মর্টার শেল টি নিরাপদ করে রেখেছে।

হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম জানান, অবিস্ফোরিত  মর্টারসেলটি মহান মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। একই পুকুরে এর আগেও একটি মর্টার শেল পাওয়া গিয়েছিল।  মর্টার শেলটি ডিস্ট্রয় করতে  বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল  বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। তারা আসলে পরবর্তীতে ডিস্ট্রয় করতে প্রয়োজনীয়  পদক্ষেপ নিবেন।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৭,২০২৪//