আটকের খবরে আনন্দ আবাসিক এলাকায় মিষ্টি বিতরন
জেলার হাতীবান্ধা থানায় ৮ টি মাদক মামলার কুখ্যাত আসামি নজরুল ইসলাম নজু (৪৮) ১৬০ বোতল ফেন্সিডিল সহ থানা পুলিশের হাতেনাতে আটক হয়েছে। আজ মঙ্গলবার ২৩ মে দুপুরে পর আসামীকে আদালতে সোপর্দ করা হয়। এই মাদক ব্যবসায়ীকে আটকের খবরে আনন্দ আবাসিক এলাকার জনতা মিষ্টি বিতরন করেছে।
জানা গেছে, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলমের নেতৃত্বে পুলিশের পৃথক ৩ টি টিম কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম নজুর বসতবাড়ি , আনন্দ আবাসিক হোটেল (এক) ও আনন্দ আবাসিক হোটেল (দুই) সহ গোপন আস্তানায় একযোগে অভিযান পরিচালনা করে। এসময় কুখ্যাত মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম নজু কে ১৬০ বোতল ভারতীয় ফেনসিডিল সকালে হাতেনাতে গ্রেফতার করে। ধৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে দুপুরের পরপর আসামি কে লালমনিরহাট আদালতে প্রেরন করা হয়। নেতৃত্বে ছিলেন পুলিশ পরিদর্শক শাহ আলম ( অপারেশন), পুলিশ পরিদর্শক (তদন্ত) মুসা মিয়া ও এসআই মহিদুল ইসলাম টিমের সদস্য গণ।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২৩,২০২৩//

Discussion about this post