শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট: লালমনিরহাট— এক (হাতীবান্ধা—পাটগ্রাম উপজেলা) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপির বিরুদ্ধে উপজেলা নিবার্চনে প্রচার প্রচারনায় আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
আজ রবিবার ৫ এপ্রিল সকালে হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মশিউর রহমান মামুন (বর্তমান উপজেলা চেয়ারম্যান) এমপির বিরুদ্ধে নিবার্চনী আচরণ বিধি লংঘনের অভিযোগ তুলে জেলা নির্বাচন অফিসার ও হাতীবান্ধা রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
আগামী ৮ মে প্রথম ধাপে হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। লালমনিরহাট— এক আসনের সাংসদ নিজ এলাকায় অবস্থান করছেন। তিনি উপজেলার ভোটার, জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দদের বাসায় ডেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কাপ পিরিচ প্রতীকের প্রার্থী মোঃ লিয়াকত হোসেন বাচ্চুর পক্ষে জোড় পূর্বক চাপ প্রয়োগ করে ভোট প্রদানের জন্য বলছেন।
স্থানীয় প্রশাসন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রভাবিত করছেন। এমনকি তার লোকজন বেশ কয়েকটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান মামুন (ঘোরা) প্রতীকের কর্মীদের এজেন্ট না থাকার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভয় ভীতি দেখিয়ে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগে উল্লেখ তুলেছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান। ]
এছাড়াও অভিযোগে তুলেছেন, বেশ কয়েকটি ভোট কেন্দ্র দখল করে ব্যালট ছিনতাই করে কাপ পিরিচ প্রতীকে সীল মারার পায়তারা করছেন। এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা রিটার্নিং অফিসার রাশেদ খানের ফোনে একাধিকবার ফোন করা হলে কলটি রিসিভ করেনি।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, আমি জরুরী কাজে রংপুরে আছি। হাতীবান্ধা রিটার্নিং অফিসারের সাথে কথা বলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post