Print Date & Time : 10 May 2025 Saturday 6:03 pm

হাতীবান্ধা ইউপি চেয়ারম্যানসহ ১২ জন জেলে

সুদীপ্ত শাহীন, লালমনিরহাট :
জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানে মশিউর রহমান মামুন(৩৫) সহ ১২ জন আওয়ামীলীগের নেতা কর্মী কে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হাসান জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

ঘটনাটি রবিবার দুপুরে লালমনিরহাট আদালত ঘটে। আসামীরা হলেন, উপজেলা চেয়ারম্যান মমিউর রহমান মামুন(৩৫), তার ছোট ভাই মেহেদী হাসান মোহন (২৫), সিফাত হাসান(২২), বিপ্লব চন্দ্র রায়(৩০), মফিজুল ইসলাম(৪৫), মাসুদ সরকার (২৫), শেখর চন্দ্র বর্মন(২৫), আরিফুল ইসলাম নয়ন(২৮), তৌফিক হাসান তপু(২৫), রুবেল হোসেন(৩৫), জাহিদ হোসেন(২৫) ও নোমান (২৩)।

জানা গেছে, একই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানে জেসমিন নাহার ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুর সাথে গত ৭ নভেম্বর উপজেলা চত্বরের দপ্তরে ২০২২-২৩ অর্থ বছরের টিআর ও কাবিখা-কাবিটা প্রকল্পের ভাগবাটোয়ারা নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুনের বসচা হয়। একই ঘটনাকে নিয়ে ১৭ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার বাদি হয়ে উপজেলা চেয়ারম্যান মামুন সহ ১২ জনের নামে আদালতে মামলা দায়ের করে। এ মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন সহ ১২ জন আসামী গত ২০ নভেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন কিন্তু আসামী দ্বয় ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হয়নি। তারা ২৩ নভেম্বর শুধুমাত্র আসামীদের বন্ড জমা দেয়।

পরবর্তীতে ৩০ জানুয়ারি’২৩ জেলা ও দায়রা জজ মিজানুর রহমানের আদালতে রিভিশন মামলা দায়ের হয়। রিভিশন মামলায় জেলা ও দায়রা জজ গত ৫ মার্চ’২৩ রায় দেয় সংশ্লিষ্ট মামলার আসামী গণ আগামী ৭ দিনের মধ্যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ( নিম্ন আদালতে) হাজির হয়ে জামিনের প্রার্থনা করবে কিন্তু আসামী গণ জেলা ও দায়রা জজ আদালতের বেঁধে দেয়া সময়ে সিনিয়র ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা না করে আজ রবিবার ১৯ মার্চ জামিন প্রার্থনা করেন। জেলা ও দায়রা জজ আদালতের আদেশ অমান্য করায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।

লালমনিরহাট জেলা কোর্ট পুলিশের ইন্সপেক্টর নুরুজ্জামান জানান, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যানসহ ১২ জন আসামির ১টি মামলায় আদালত জামিন নামঞ্জুর করেছে। নিরাপত্তার স্বার্থে সকল আসামিকে দ্রুত পুলিশ কাষ্টুরিতে লালমনিরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//