রাকিবুল ইসলাম তনু পটুয়াখালীঃ
পটুয়াখালীতে হাতে তৈরি পটকা ফাটিয়ে ঈদ আনন্দকে স্বাগত জানাতে গিয়ে মোঃ রাফি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার(৩০মার্চ) রাত ৮ টার দিকে শহরের মুনসেফ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাফি ওই এলাকার মৎস্য ব্যবসায়ী মোঃ মনিরের ছেলে। শিশুটির মামা মোঃ বশার জানান, মাগরিবের নামাজের পর রাফি বাজি ফোটাতে থাকে। এ সময় হাতে বানানো বাজিটিতে ব্যবহার করা ছাতার স্টিলের রডটি বিস্ফোরণকর হয়ে তার গলার মধ্যে ঢুকে গিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে। তৎক্ষণাৎ রাফিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পটুয়াখালী থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।
এবি//দৈনিক দেশতথ্য//

Discussion about this post