Print Date & Time : 2 September 2025 Tuesday 12:17 am

হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেতে ছবি হাতে ঘুরছেন ছেলে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার মাদারগঞ্জ গ্রামে মোঃ মনির হোসেনের স্ত্রী ফেরদৌসী বেগম (বয়স আনুমানিক ৪৫), যিনি বাচু খাতুন নামেও পরিচিত, গত ২২ মে ২০২৫ তারিখ সকাল ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। স্বামীর অভিযোগে ২৫ মে ওই থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১০২৪) করা হয়।

মা হারানোর দুঃখে কান্নায় ভেঙে পড়া একজন ছেলে, মোফাজ্জল, এখন পথে পথে তার মায়ের ছবি হাতে নিয়ে ছুটছেন। তার একটাই প্রত্যাশা—অবশেষে ফিরে আসুক তার মাও। ছবি দেখিয়ে তিনি চাচ্ছেন যেন কেউ তার মায়ের সন্ধান পান, বা তাকে দেখেছেন এমন কেউ থাকলে খবর দেন।

হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেতে ছবি হাতে ঘুরছেন ছেলে

ফেরদৌসী বেগম দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছেন। তবে তিনি কথাবার্তা বলতে ও নিজের নাম-ঠিকানা বলতে সক্ষম। নিখোঁজের সময় তার পরনে ছিল বেগুনি রঙের শাড়ি ও গোলাপি বোরখা। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি।

বাচু খাতুমের পরিবারে দুটি সন্তান রয়েছে—একটি ছোট ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র, অন্য সন্তান বড়, যিনি পরিবহন শ্রমিকের কাজ করেন। মা নিখোঁজ হওয়ার খবর পেয়ে পরিবারের সবাই দিশেহারা হয়ে পড়েছেন। ছেলে মোফাজ্জল এখন তার মায়ের ছবি হাতে নিয়ে শহর-গ্রাম গ্রামে ছুটে চলেছেন, মানুষের কাছে অনুরোধ করছেন—“আমার মাকে কেউ দেখলে বা কোথাও দেখেছেন, দয়া করে খবর দিন।”

এটি একটি অসহায় পরিবারের শেষ আশার হাতছানি। পরিবারের এই দুর্দিনে সবাই যেন একটু সহায়তা করেন। সবকিছু ছেড়ে আজ এই ছেলে পথে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের কাছ থেকে খবরের জন্য আকুল। তার একটাই চাওয়া—“আমার মাকে কেউ দেখলে বা খবর দিলে দয়া করে জানাবেন।”

আপনাদের সবাইকে অনুরোধ, যদি কারো জানা থাকে বা কোথাও তার সন্ধান পান, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করুন:

সন্তান তার হারানো মায়ের জন্য কাঁদছেন, পাগলপ্রায়। আসুন, আমরা সবাই একটু নজর রাখি, হয়তো আপনার একটা খোঁজেই ফিরে আসবে এক মা, এক পরিবারের আশ্রয়।