Print Date & Time : 22 August 2025 Friday 5:24 pm

হালদায় ভ্রাম্যমান আদালতের অভিযান

এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীর বিভিন্ন অংশে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ উপায়ে মাছ ধরার সময় দেড় হাজার ফুট ঘেরা জাল জব্দ করেছে ।  

বুধবার(২৮ সেপ্টেম্বর)সন্ধ্যা ৭ টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

জানা যায়, উপজেলার হালদা নদীর মেখল ইউনিয়নের ছত্তারঘাট এলাকা থেকে অভিযান শুরু করে গুমান মর্দ্দন ইউনিয়নের পেশকারহাট এলাকার বিভিন্ন পয়েন্টে চালানো অভিযানে অবৈধ উপায়ে মাছ ধরার সময় দেড় হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।  হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদীর বিভিন্ন পয়েন্টে প্রায় প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে।  

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৯,২০২২//