মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম) :হাটহাজারীর হালদা নদীতে ৪ হাজার ৫শত মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।মঙ্গলবার (২৩ আগষ্ট) দুপুরের দিকে নৌ-পুলিশের অভিযানে নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
জানা যায়, মঙ্গলবার চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও সদরঘাট নৌ থানার অফিসার ও নদীতে টহলরত নৌপুলিশ ফোর্স দেড় ঘন্টা ঘন্টা ব্যাপি নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় কালুরঘাট ব্রীজের পূর্ব দিকে হালদা নদীর মোহনায় অবৈধভাবে পাতানো অবস্থায় ৪ হাজার ৫ শত মিটার জাল জব্দ করে। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সে সাথে বৈধ কাগজপত্র ব্যতীত চলাচলরত ০৩টি বাল্কহেডও আটক করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নৌ পুলিশ কর্তৃপক্ষ জানায়, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ও প্রাকৃতিক মৎস্য প্রজননের সুরক্ষার লক্ষ্যে নৌ পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post