Print Date & Time : 21 August 2025 Thursday 5:10 pm

হালদা থেকে ১২ কেজি ওজনের মরা কাতলা উদ্ধার


হালদা নদী থেকে ১২ কেজি ওজনের একটি মরা কাতলা মাছ  উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুন) সকাল দশটার দিকে আজিমের ঘাট এলাকা থেকে হালদা অস্থায়ী নৌ ক্যাম্পের এএসআই ওমর ফারুক মাছটি উদ্ধার করেন।

মাছটির ওজন ১২ কেজি, দৈর্ঘ্য ৩.৫ ফুট। মাছটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।  

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মিজানুর রহমান বলেন, সকাল দশটার দিকে হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে একটি ১২ কেজি ওজনের মৃত কাতল মাছ উদ্ধার করা হয়েছে। এটি উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

আর//দৈনিক দেশতথ্য//১ জুন-২০২২//