মো.আলাউদ্দীনঃ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে গভীর রাত থেকে ভোর পর্যন্ত সারারাত ব্যাপি ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রায় সাড়ে তিন হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত থেকে ভোর ৪ টা পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের নেতৃত্বে হালদা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১১ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্ট থেকে শুরু করে নাঙ্গলমোড়া বাজার এলাকা এবং হাটহাজারী ও রাউজানের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন পয়েন্ট হতে মোট সাড়ে তিন হাজার ফুট ঘেরাজাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। অভিযানে আইডিএফ হালদা প্রকল্পের ম্যানেজার, মৎস্য কর্মকর্তা রাব্বানী, সেচ্ছাসেবী ও গ্রাম পুলিশগণ অংশগ্রহণ করেন।
অভিযানের সত্যতা স্বীকার করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, বঙ্গবন্ধু মৎস হেরিটেজ এ হালদা নদী রক্ষায় উপজেলা প্রশাসন সদা তৎপর। হালদার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অভিযানের পাশাপাশি মানুষের সচেতনতা জরুরি। হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় হালদায় প্রতিনিয়ত অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
আর//দৈনিক দেশতথ্য//২৩ জুলাই-২০২২//