হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের এবং রাউজানের হালদা নদীর বিভিন্ন অংশে চালানো অভিযানে দুই হাজার মিটারের ৪টি অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা , সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ সহযোগিতা করেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা স্বীকার করে একুশে পত্রিকাকে জানান, হালদা নদীর মা মাছ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক দেশতথ্য//এইচ/