মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম): প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে ভ্রাম্যমান আদালত অভিযানে প্রায় ১২ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। এসময় অবৈধ ভাবে মাছ শিকারের কাজে ব্যবহুত ১ টি নৌকা ধ্বংস করা হয়।
শনিবার (১৬ এপ্রিল) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিদুল আলমের নেতৃত্বে হালদা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
জানা যায়, ভোর ৫ টার দিকে উপজেলার হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্ট থেকে অভিযান শুরু হয়। পরে অভিযানটি হালদা নদীর ফরহাদাবাদ অংশে সকাল ১০ টার দিকে শেষ হয়। অভিযানে হালদার দুইপাড়ে হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্ট হতে মোট ২১ টি ঘেরাজাল জব্দ করা হয়। জব্দকৃত জালের পরিমাণ প্রায় ১২,০০০ মিটার । অভিযানে গড়দুয়ারা অংশে ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ইস্কান্দার হোসেন, ছিপাতলী অংশে ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ বেলাল উদ্দিন ও ধলই অংশে ইউনিয়ন পরিষদ সদস্য শফিউল আলম এবং ফরহাদাবাদ অংশে ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ নাসির উদ্দিন সহযোগিতা প্রদান করেন এছাড়াও অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা মুনির হোসেন ও সেচ্ছাসেবীগণ সহযোগিতা করেন।
অভিযানের সত্যতা স্বীকার করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও)শাহিদুল আলম জানান, বঙ্গবন্ধু মৎস হেরিটেজ এ হালদা নদী রক্ষায় উপজেলা প্রশাসন সদা তৎপর।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post