হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে দেড় হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর )সকালের দিকে হালদা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে জালগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ সুপার, নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের আ. ফ. ম. নিজাম উদ্দিনের পিপিএম (বার) দিক নির্দেশনায় অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্প হাটহাজারীর ইনচার্জ মোঃ এনামুল হক তার সঙ্গীয় ফোর্সসহ হালদা নদীর কচুখাইন এলাকাসহ নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে পাতানো অবস্থায় তিনটি অবৈধ ঘেরা জাল পরিমানে দেড় হাজার(১৫০০) মিটার উদ্ধার করা হয় । তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে অভিযানে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।
হালদা নদীর অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ধরনের অভিযান ও টহল অব্যহত আছে ভবিষ্যতেও থাকবে।
দেশতথ্য//জা//০৬-১০-২০২২//

Discussion about this post