এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীর বিভিন্ন অংশে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ উপায়ে মাছ ধরার অপরাধে একটি নৌকা, বরশি ও ঘেরা জাল জব্দ করেছে ।
শনিবার(১৭ সেপ্টেম্বর)সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, উপজেলার গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে চালানো অভিযানে অবৈধ উপায়ে মাছ ধরার ১০০০ মিটার ঘেরা জাল ৩ টি বরশি এবং মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়। এসময় উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা নাজমুল হুদা, আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী, ডিম সংগ্রহকারী কামাল সিকদার সাথে ছিলেন। উত্তর মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান সাহেদুল আলম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় প্রায় প্রতিদিনই হালদার বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের অভিযান কিংবা নজরদারি রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৯,২০২২//

Discussion about this post