এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীর বিভিন্ন অংশে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ ঘেরাজাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (০১ নভেম্বর )দিবাগত রাত ৯ টা থেকে গভীর রাত ১ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো.শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে গভীর রাত পর্যন্ত উপজেলার হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়ারহাট অংশ থেকে নাঙ্গলমোড়া ইউনিয়নের নদীর বিভিন্ন অংশে এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ উপায়ে মাছ শিকারের অপরাধে আনুমানিক ৫,০০০ মিটারের নয়টি চরঘেরাজাল ও মাছ ধরার কাজে ব্যবহৃত ০১ টি নৌকা জব্দ করা হয়। পরে জব্দকরা জাল নিকটবর্তী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়। এর মধ্যে গড়দুয়ারার ইউপি সদস্য ইস্কান্দারের নিকট ১ টি জাল ও ১ টি নৌকা, ছিপাতলী ইউপি সদস্য বেলাল আহমেদের নিকট ০৭ টি জাল ও নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যানের জিম্মায় ০১ টি জাল রাখা হয়েছে। অভিযান পরিচালনার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারগণ সহযোগিতা করেন। এছাড়া আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানীসহ স্বেচ্ছাসেবকগণ অভিযানে অংশগ্রহণ করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জা// দৈনিক দেশতথ্য// ১ নভেম্বর, ২০২২//

Discussion about this post