Print Date & Time : 4 May 2025 Sunday 6:54 pm

হালদা নদী থেকে জীবিত ইলিশ উদ্ধার

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে ২৬৫ গ্রাম ওজনের একটি জীবিত ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। মাছটির দৈর্ঘ্য প্রায় ১১.৫ ইঞ্চি, প্রস্থ ২ ইঞ্চি। পরে উদ্ধার করা মাছটি পুনরায় নদীতে অবমুক্ত করা হয়। 

শনিবার(০১ অক্টোবর) সন্ধ্যার আগে হালদা নদীর মোহনার নিকটবর্তী চাঁদগাঁও অংশে অবৈধভাবে পাতানো একটি জাল থেকে মাছটি উদ্ধার করা হয়। 

জানা যায় , ওই দিন বিকাল থেকে রাত পর্যন্ত হালদা নদীর হাটহাজারী অংশের গড়দুয়ারা নয়াহাট থেকে মোহনা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাতানো অবস্থায় দুটি কারেন্ট জাল ও একটি চর ঘেরা জাল এবং মাছ ধরার ৫টি বড়শিও জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৫০০ মিটার। 

হাটহাজারীর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাজমুল হুদা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০২,২০২২//