Print Date & Time : 13 September 2025 Saturday 9:09 pm

হালদা নদী থেকে ৪ হাজার মিটার জাল জব্দ!

দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে শুরু করে ছিপাতলি ইউনিয়ন পর্যন্ত হালদা নদীর বিভিন্ন অংশে চালানো অভিযানে ৪ হাজার মিটারের ৮টি ঘেরা জাল এবং জাল বসানোর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন আইডিএফর এভিসিএফ (মৎস্য) মো. ফয়েজ রাব্বানী।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা স্বীকার করে জানান, হালদা নদীর মা মাছ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশতথ্য//এইচ/