Print Date & Time : 24 April 2025 Thursday 11:43 pm

‘হাশরের দিন শিশুরা বলবে এই মুনাফিকরা আমাদের পাশে দাঁড়ায়নি’

ইরফান উল্লাহ, ইবি : ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রসঙ্গে টেনে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “যারা নিজেদের ইসলামের ধারক ও বাহক মনে করেন, বিশেষ করে সৌদি আরব ও আরব আমিরাতের শাসকগোষ্ঠী— যদি সত্যিই মুসলমান হয়ে থাকেন, তবে ফিলিস্তিনের পাশে দাঁড়ান। মদ, মাস্তি, অর্থ আর সোনার পেছনে ছুটে প্রকৃত দ্বায়িত্ব এড়িয়ে যাবেন না। হাশরের ময়দানে শিশুরা অভিযোগ করে বলবে, মুনাফিক, মুসলমানরা তাদের পাশে দাঁড়ায়নি, তখন কেউ রেহাই পাবেন না।”

তিনি আরও বলেন, কুরআন এবং হাদিসে রয়েছে ফিলিস্তিনের বিজয় হবেই হবে। মুসাদ, র, সেনাবাহিনীসহ কোন শক্তিই তা আটকাতে পারবেনা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচিতে এসব কথা বলেন আহবায়ক সাহেদ আহম্মেদ। এতে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জমায়েত হয় শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

আহ্বায়ক সাহেদ আরও বলেন, মানবতা বিরোধী এই ইসরাইলি-ইহুদী রাষ্ট্রের শাসক নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা এবং রাফায় শিশুদের টার্গেট করে মিশনে নেমেছে। মা-বোনদের হত্যা করছে নির্বিচারে, সাংবাদিক ও চিকিৎসকদের হত্যা করছে। এ নিয়ে সারা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠেছে। ওআইসি জাতিসংঘ সহ যত সংস্থা আছে আমি আহবান জানাচ্ছি দ্রুত পদক্ষেপ নিন এবং নেতানিয়াহুর ফাঁসি কার্যকর করুন।

কর্মসূচিতে নেতা-কর্মীরা ফিলিস্তিনের গাজায় দখলদার ইহুদী ইসরায়েলী বাহিনী কর্তৃক ক্রমাগত নৃশংস আগ্রাসন এবং বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন। এতে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবিব, সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।