Print Date & Time : 24 April 2025 Thursday 1:04 am

হাসেম হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ৫

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে আবুল হাসেম ওরফে হাসু মিয়া হত্যার প্রধান আসামি সজলসহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন সজল, আমির হামজা, লাইলী, নিলুফা ও ঝুমা বেগম। এদের মধ্যে নিলুফা বাদে অপর চার আসামিকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মির্জাপুর থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক মো. মোশারফ হোসেন আজ রবিবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, গত (৩১ মার্চ) মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইর গ্রামে মো. আবুর হাসেম হাসু মিয়াকে (৬০) পিটিয়ে হত্যা করা হয়। তার পিতার নাম মোকছেদ আলী বেপারি। গ্রামের বাড়ি মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরি মধ্যপাড়া গ্রামে। তার মেয়ে রুবিনা আক্তারের স্বামী জুয়েল মিয়া দীর্ঘ দিন ধরে প্রবাসে থাকেন। স্বামীর অনুপস্থিতিতে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে। গত ৩১ মার্চ শুক্রবার হাসু মিয়া সরিষাদাইর গ্রামে গেলে মেয়ের শ্বশুর বাড়ির লোকজন হাসু মিয়ার উপর হামলা চালালে তিনি নিহত হন।

পরে ঘাতক সজল, আমির হামজা, লাইলী, নিলুফা ও ঝুমাকে আসামি করে মামলা দায়ের করা হয়।। মামলার পর আসামিরা আত্নগোপনে চলে যায়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে পাঁচ আসামি গ্রেফতার করা হয়।
এদিকে আসামীদের গ্রেফতারের পর রিমান্ডের আবেদন করে টাঙ্গাইল চিফজুডিয়াল ম্যাজিষ্ট্যেট আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে বিচারক আসামি সজল, আমির হামজা, লাইলী ও ঝুমাকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে নিহত আবুল হাসেম হাসু মিয়ার কন্যা রুবিনাসহ তার পরিবারের সদস্যগন বলেন, অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে প্রধান আসামি সজল মিয়া, আমির হামজা, নিলুফা, ঝুমা এবং লাইলী বেগমকে গ্রেফতার করা হয়েছে। নিহত হাসু মিয়ার পরিবার যাতে ন্যায় বিচার পান সে জন্য পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//