গোফরান পলাশ, কলাপাড়া: সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতিহারের প্রতিশ্রুতিসমূহ অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মশাল মিছিল বের করা হয়।
আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে শ্রী শ্রী মদন মোহন আখড়া বাড়ি প্রাঙ্গন থেকে এ মশাল মিছিল বের করা হয়।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি নাথুরাম ভৌমিক, ডা: সুভাষ চন্দ্র মিত্র,সাধারণ সম্পাদক টিনসুয়ে, দপ্তর সম্পাদক বাফ্রু মাতুব্বর।
বক্তারা অনতিবিলম্বে সরকারি দলের ২০১৮সালের নির্বাচনী ইশতিহারের প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবি জানান।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post