নিজস্ব প্রতিবেদক:হিরো আলমের উপর হামলার তীব্র নিন্দা জানাই। প্রকাশ্যে একজন প্রার্থীর উপর হামলা চালিয়েছে কিছু লোক। যা কোন ভাবেই কাম্য নয়।
এভাবে একের পর এক প্রার্থীর উপর হামলা ও নির্যাতন করা হলে আগামীতে কেউ নির্বাচনে দাঁড়াতে সাহস পাবে না।
আজ ২০ জুলাই ( বৃহস্পতিবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি (এনএসবি পার্টি) এর মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন- আজ সারা দেশে বিরোধী দলের উপর হামলা করা হচ্ছে। হামলা মামলা দিয়ে এই গণজাগরণ কে ঠেকানো যাবে না। খালি মাঠে গোল দেওয়ার সংস্কৃতি থেকে সরকারকে বের হয়ে আসতে হবে। খালি মাঠে গোল দেওয়ার দিন শেষ। সারাদেশে জনগণ জেগে উঠেছে।
ন্যাশনাল সবুজ বাংলা পার্টির মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী আরো বলেন- হিরো আলম একজন সহজ সরল মানুষ। নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার সবারই আছে। পাস করা না করা পরের ব্যাপার। কিন্তু নির্বাচনের মাঠে কোন প্রার্থীর গায়ে হাত তোলা চরম অন্যায়। যারা এর সাথে জড়িত তাদের প্রতি ধিক্কার জানাই এবং অবিলম্বে তাদের গ্রেফতারের দাবী জানাই।
দৈনিক দেশতথ্য///এস//