Print Date & Time : 13 September 2025 Saturday 7:20 pm

হুসাইন আল-শেখ পিএলও’র নতুন মহাসচিব


ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব হিসেবে হুসাইন আল-শেখকে নিয়োগ দিয়েছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।

প্রয়াত সায়েব ইরাকাত বছরের পর বছরে ধরে এ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইসরাইলের সাথে বর্তমানে মৃতপ্রায় শান্তি আলোচনায় পিএলও’র প্রধান আলোচকেরও দায়িত্ব পালন করেন। ইরাকাত ২০২০ সালে করোনা পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা যান।

ফিলিস্তিন কর্তৃপক্ষের বেসামরিক বিষয়ক মন্ত্রী হুসাইন আল-শেখকে আব্বাসের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে দেখা হচ্ছে।

আব্বাসের ফাত্তাহ আন্দোলনের একজন ঝানু নেতা হিসেবে তিনি বিদেশি কূটনীতিক ও ইসরাইলের সাথে সম্পর্ক উন্নত করেন। তিনি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের সাথে বৈঠকও করেছেন।

জা//দেশতথ্য/২৭-০৫-২০২২//০৬.৪১পি এম