খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক ২০২৪-২৫ নির্বাচনে জি,এম হেদায়েত আলী টুকু সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দু’জন ৯ টি করে সমান ভোট পাওয়ায় ওই পদে আগামী ২৭ ডিসেম্বর পুনরায় নির্বাচন হবে।
রবিবার সভাপতি পদে জি,এম হেদায়েত আলী টুকু, জি,এম আব্দুর রাজ্জাক রাজু ও এস,এম আব্দুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। জিএম হেদায়েত আলী টুকু ১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জি,এম আব্দুর রাজ্জাক রাজু ৯ এবং এস,এম আব্দুর রহমান ১ ভোট পেয়েছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩ জন করে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৪ ডিসেম্বর (রবিবার) প্রেসক্লাব মিলনায়তনে ভোট অনুষ্ঠিত হয়। ভোটার সংখ্যা ছিল ২৩। ৭ টি পদে প্রতিদ্বন্দ্বি না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মুন্সী রেজাউল করিম মহব্বত, সহ-সম্পাদক পদে জি এম আসলাম হোসেন, কোষাধ্যক্ষ পদে জি এম মোস্তাক আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এইচ এম শফিউল ইসলাম, দপ্তর সম্পাদক পদে এ,কে আজাদ ও নির্বাহী সদস্য দু’টি পদে জি এম হাসান ইমাম এ এস এম লোকমান হেকিম নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক পদে এককভাবে এ কে আজাদ মনোনয়ন ক্রয় করেন। তিনি অসুস্থ্য থাকায় পদটি স্থগিত রাখা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্ল্যাহ বাহার, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা ও কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল।
রুবেল//সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৪,২০২৩//

Discussion about this post