জাতীয় প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যাকারী করেছিলেন গাজী আনিস। এই ঘটনায় সোমবার শাহবাগ থানায় মামলা করেছিলেন আনিসের ভাই নজরুল ইসলাম।
এই মামলার প্রেক্ষিতে হেনোলাক্স কোম্পানির মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওই মামলায় বলা হয়েছে আনিসুর রহমানের কাছ থেকে হেনোলাক্স কোম্পানি (আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির) এমডি ও পরিচালক মোটা অঙ্কের অর্থ নিয়ে ফেরত দেননি।
উল্লেখ্য, সোমবার বিকেল পাঁচটার দিকে জাতীয় প্রেসক্লাব এলাকায় নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আনিসুর রহমান। মঙ্গলবার সকাল সোয়া ছয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনিসুরের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়। তিনি হেনোলাক্স কোম্পানির মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের কাছে এক কোটি ২৬ লাখ টাকা পান। পাওনা টাকার জন্য তিনি এর আগে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন।
আনিসুর রহমান ১৯৯৩ সালে কষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৫,২০২২//